২০১৯ বিশ্বকাপ ১০ দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের অবস্থান। Middle order b...







২০১৯ বিশ্বকাপ অংশগ্রহণকারী ১০ দলের মিডল
অর্ডার ব্যাটসম্যানদের অবস্থান।
Best Middle order batsman of World cup
2019
আর মাত্র কয়েকদিন তারপর শুরু হয়ে যাবে ক্রিকেটে মহাযজ্ঞ আইসিসি ওয়ানডে
বিশ্বকাপ ২০১৯। প্রতিটি দল চেস্টা করবে সবচেয়ে শক্তিশালী দলটি নিয়ে এই
টুর্নামেন্টে অংশগ্রহন করতে। রান তোলার ক্ষেত্রে টপ অর্ডার ব্যাটসম্যানরা বেশি
ভুমিকা নেয়। কিন্তু সব সময় যে টপঅর্ডার ভালো করবে তা তো নয়। যখন তারা ব্যর্থ হয়
তখন দায়িত্ব আসে মিডল অর্ডারের। আর বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ আসরে তো কোন কথাই
নেই শিরোপা জয় করতে হলে শক্তিশালী হতে হবে প্রতিটা বিভাগ। তাই আজকে আমারা দেখব
বিশ্বকাপে অংশগ্রহন করা দশটি দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের।
তো চলুন দেখে নেই ২০১৯ বিশ্বকাপ অংশগ্রহণকারী ১০ দলের
মিডল অর্ডার ব্যাটসম্যানদের অবস্থান।
Best Middle order batsman of World
cup 2019.
১- ইংল্যান্ড (England) স্বাগতিক দেশ ইংল্যান্ডের রয়েছে ইয়ন
মর্গ্যান
, বেন
স্টোকস
, জস বাটলার, মঈন আলীর মত শক্তিশালী মিডল অর্ডার
ব্যাটসম্যান।
২- দক্ষিণ আফ্রিকা (South Africa) যদিও দক্ষিন
আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ারস এবারের বিশ্বকাপ খেলবেন না তবে ফ্যাফ
দু প্লেসিস
, ডেভিড
মিলার
, হেইনরিচ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াসরা দক্ষিন
আফ্রিকাকে শক্ত অবস্থানে নেওয়ার অবশ্যই চেস্টা করবেন।
৩- নিউজিল্যান্ড(New Zealand) টপ অর্ডার
ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও কিউ সাপোর্টারস দের হতাস হতে হবে না কারন তাদের
 রস টেলর, হেনরি নিকোলস, জেমস
নিশাম
, টিম সেইফার্ট এর
মত ব্যাটসম্যান রা বাকি থাকেন।
৪- পাকিস্তান (Pakistan) মোহাম্মদ হাফিজ, শোয়েব
মালিক
, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম  রয়েছেন
পাকিস্তানের মিডল অর্ডারে। সরফরাজ আহমেদ বাদে সবাই রয়েছেন দুর্দান্ত ফর্মে।
৫- ভারত(India)বরাবরের মত এবারো লম্বা ব্যাটিং লাইনআপ
ভারতের। রহিত শর্মা, ধাওয়ান, লোকেশ রাহুল ভিরাট কোহিলি ব্যর্থ হলেও আম্বতি রায়ডু
, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া তো রয়েছেন সামাল
দেওয়ার জন্য ।
৬- অস্ট্রেলিয়া (Australia ) স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারে,
মারকুইস স্টয়নিস,
গ্লেন ম্যাক্সওয়েল এর মত ইন ফর্ম ব্যাটসম্যানরা সামাল দেবে অজি
শিবিরের মিডলঅর্ডার।
৭- বাংলাদেশ (Bangladesh) তামিম ইকবাল, লিটন দাশ দের পরে মাঠে থাকবেন মুশফিকুর
রহিম
, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকাররা যারা ইতিপূর্বে বহু
ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশ কে।
৮- শ্রীলঙ্কা (Sri Lanka) মিডল অর্ডার এর শক্তি বিচার করলে
আফগানিস্তানের পরে সব চেয়ে দুর্বল শ্রীলঙ্কা। তবু দেখা যাক দিনেশ চান্ডিমাল
, কুশল মেন্ডিস, আসেলা গুণারত্নে, থিসারা পেরেরা জ্বলে উঠতে পারেন কিনা
বিশ্বকাপে।
৯- ওয়েস্ট ইন্ডিজ(West Indies) ক্যারিবিয়ান
শিবিরে মিডল অর্ডারে রয়েছে মারলন স্যামুয়েলস
, সিমরন হেটমায়ার, রোভম্যান
পাওয়েল
, জেসন হোল্ডাররা।
১০- আফগানিস্তান (Afghanistan) মূলত বোলিং নির্ভরশীল দল আফগানিস্তান তবু
বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন হাসমতউল্লাহ শাহিদী
, আসগর আফগান, মোহাম্মাদ
নবী ও নাজিবুল্লাহ জাদরান এর ব্যাটসম্যানরা।
এই ছিলো ২০১৯ বিশ্বকাপে অংশগ্রহন করা দশ দলের
মিডলঅর্ডার ব্যাটসম্যান। ধন্যবাদ ২০১৯ বিশ্বকাপ অংশগ্রহণকারী ১০ দলের মিডল অর্ডার
ব্যাটসম্যানদের অবস্থান।
Best Middle order batsman of World cup 2019 দেখার জন্য।



Comments

Popular posts from this blog

20 Highest Grossing Bollywood Movies of 2008 with Box Office Collection

20 South Indian Movies Remake or Copied from Bollywood Blockbuster Films

LYCA Production All Movies List with Box Office Collection Analysis and ...